
ফেইসবুকের এজেন্সি ডিরেক্টরিতে স্থান পেলো- গিকি সোশ্যাল
- Published on
Table of Contents
বাংলাদেশের ডিজিটাল মার্কেটিং সেক্টর স্পর্শ করলো এক নতুন মাইলফলক। ফেইসবুকের এক্সক্লুসিভ এজেন্সি ডিরেক্টরিতে জায়গা করে নিয়েছে বাংলাদেশের অন্যতম শীর্ষ ডিজিটাল মার্কেটিং এজেন্সি – গিকি সোশ্যাল। এখন পর্যন্ত বিশ্বের মাত্র ১১৭টি এজেন্সি এই ডিরেক্টরিতে জায়গা করে নেওয়ার বিরল সম্মান অর্জন করতে সক্ষম হয়েছে – তাদের মধ্যে এখন গিকি সোশ্যাল একটি। গিকি সোশ্যাল সহ বাংলাদেশের আর মাত্র চারটি এজেন্সি এই সম্মানজনক ডিরেক্টরিতে স্থান করে নিতে পেরেছে। উল্লেখ্য, উক্ত ডিরেক্টরিতে স্থান করে নেওয়ার জন্য একটি এজেন্সিকে বেশ কিছু ধাপ অতিক্রম করতে হয়। একটি এজেন্সিতে ফেসবুক কর্তৃক প্রণীত ব্লুপ্রিন্ট ই-লার্নিং প্রোগ্রাম সম্পন্ন করা নূন্যতম সংখ্যক সদস্যের উপস্থিতি থাকলেই কেবল মাত্র ফেইসবুক উক্ত এজেন্সিকে এই মর্যাদাপূর্ণ তালিকায় প্রবেশ করার সুযোগ করে দেয়। সাথে পূরণ করতে হয় আরও বেশ কিছু শর্ত। আমাদের ডিজিটাল মিডিয়া এক্সপার্টরা প্রত্যেকটি ধাপ অত্যন্ত দক্ষতার সাথে অতিক্রম করার মাধ্যমে গিকি সোশ্যাল কে এই কৃতিত্ব অর্জন করতে সহায়তা করেছেন।
গিকি সোশ্যালের এই বিশাল অর্জনে আমরা স্মরণ করছি আমাদের সকল ক্লায়েন্ট, বর্তমান এবং প্রাক্তন সকল সদস্য, এবং শুভানুধ্যায়ীদের।
Share Now on social media
Join Our Newsletter
Stay up-to-date with latest media insights and updates